ড্রাই আই ল্যাব আপনার চোখের ড্রাই আই সমস্যার প্রকার নির্ণয়ে যে পরীক্ষা গুলো বাংলাদেশে প্রথম শুরু করেছে: ১. ওএসডিআই স্কোরিং -সফ্টঅয়্যার ভিত্তিক - অন্যান্য পরীক্ষার প্রয়োজনীয়তা নিশ্চিত করে। ২. চোখের পানির সল্পতা নির্ণয়ে - টিউব মেনিস্কোমেট্রি। ৩. চোখের পানি শুকিয়ে যাওয়ার সময় নির্নয়ে- ডিজি টিবাট - রঙ্গিন ছবি সহ। ৪. এম জি ডি রোগে গ্লান্ডের কার্যক্ষমতা নিরীক্ষায় -এম জি ই টেষ্ট ও বিশ্লেষণ করা হয়। ৫.চোখের পাতায় মিবোমিয়ান গ্লান্ডের ইনফ্রারেড ছবি যা দিয়ে মিবোমিয়ান গ্লান্ডের গ্রেড নির্ধারন করা হয়। রঙ্গিন ছবি দেওয়া হয়। ৬. টিয়ার মিনিস্কাস হাইট মাপা হয়। ৭. চোখের পানির অসমোলারিটি মাপা হয়। ৮. চোখের পানির এম এম পি ৯ নির্ণয় করা হয়। ড্রাই আই চোখে কৃত্রিম চোখের পানি দিলেই রোগ ভাল হয় এ ধারনাটা ভুল। আর ভুলের মাশুল ভোগান্তি সারা জীবনের।
VDT Syndrome অথবা Dry Eye Disorder এর রুগীদের জন্য
You can book an appointment yourself by just calling the appointment center.