What is Dry Eye ড্রাই আই কি?

Dry eye is a multifactorial disease of the tears and ocular surface that results in symptoms of discomfort, visual disturbance, and tear film instability with potential damage to the ocular surface. It is accompanied by increased osmolarity of the tear film and inflammation of the ocular surface. Visual devices like computers and smartphones users more than 3/4 hours per day are in the risk group. It is likely that individuals with minor vision-related problems, not producing symptoms under normal conditions, may find themselves symptomatic in this high-demand situation.

Common Symptoms you may have: • Eyestrain • Eye fatigue • Dry or irritated eyes • Blurry vision • Light sensitivity • Headaches • Contact lens problems • Red eyes • Watering and discomfort.

Low blinking rate and increased tear evaporation (very common in poor working environments) can cause/ exacerbate dry eye in computer users. Studies have shown reduced blinking rate during computer use. The normal blinking rate is 21-22 times per minute as compared with 6-7 times per minute while working with a computer. The blink rate reduces when we fix or stare for prolonged periods at watching TV, reading books, or driving a car. By contrast, computer users gaze straight ahead with their eyes fully open exposing twice as much of their ocular surface thus allowing for greater evaporation of their tear film. Treatment for computer-related dry eye follows the same course one would pursue for other forms of dry eye.

ড্রাই আই চোখের এমন একটা রোগ যা চোখের পানির স্থায়িত্ব কমিয়ে দেয় এবং চোখের সারফেস এর ক্ষতি করে দুর্বিষহ অস্বস্তিকর অবস্থা তৈরি করে। এমন কি ধীরে ধীরে চোখের দৃষ্টিও কমে যেতে পারে ।চোখে অস্বস্তিকর অবস্থা তৈরি করে জীবনকে করে তোলে দুর্বিষহ । কাজ করার স্পৃহাকে মারাত্মকভাবে কমিয়ে দেয়। বিজ্ঞানের বিকাশের সাথে সাথে বর্তমান বিশ্বে ড্রাই আই কে অত্যন্ত গুরুত্বপূর্ণ চোখের রোগ হিসাবে বিবেচনা করা হচ্ছে।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে শুধুমাত্র ড্রাই আই এর কারণে কার্যক্ষমতা ৩০ শতাংশ কমে যায়। বাংলাদেশে জনসংখ্যার কত অংশ ড্রাই আই রোগের শিকার তার কোন পরিসংখ্যান আমাদের কাছে নাই, তবে যারা প্রতিদিন বিভিন্ন রকম ভিসুয়াল ডিভাইস ইউনিট বা টার্মিনাল নিয়ে কাজ করেন অর্থাৎ কম্পিউটারে কাজ করেন তাদের অধিকাংশের দিনের মধ্য ভাগ থেকে কার্যক্ষমতা হ্রাস পেতে থাকে। ক্লান্তি এবং অবসাদ ঘিরে ধরে। একটি বিষয় মনে রাখবেন চিকিৎসা কোন আর্টিফিশিয়াল টিয়ার দিয়ে করা সম্ভব নয়। চিকিৎসা শুরু করার আগে জানা দরকার আপনি কি ধরনের ড্রাই আই রোগে ভুগছেন। এর জন্য প্রয়োজন ড্রাই এর নির্ধারিত পরীক্ষাগুলো করা। কোন একটি পরীক্ষা যেমন ড্রাই আই নির্ণয় করে না, তেমনি কোন একটি ওষুধ দিয়ে ড্রাই আই চিকিৎসা হয় না। ড্রাই আই কখনো ভালো হবেনা কিন্তু চিকিৎসা এবং নিয়মকানুন মেনে ভালো থাকা যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে না নিলে আপনার জন্য অপেক্ষা করছে জ্বালাময় ভবিষ্যৎ। এরকম অবস্থা থেকে উত্তরণের জন্য শুরুতেই ব্যবস্থা নিন। ড্রাই আই ল্যাব এন্ড রিসার্চ এব্যাপারে দীর্ঘদিন ধরে বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ড্রাই আই এন্ড রিসার্চ সেন্টার একমাত্র নির্ণয় কেন্দ্র যেখানে কম খরচে ড্রাই আই এর সকল পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসার জন্য কিছু সাশ্রয়ী ভালো ভালো ব্যবস্থা আছে। আজই যোগাযোগ করুন।